খাদেমুল ইসলাম:
জামালপুরের দেওয়ানগঞ্জে হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ১২ দিন ব্যাপী বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে উপজেলা হল রুমে সমাজ সেবা অফিসার জয়কৃষ্ণ সাহার সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে সমাজ সেবা বিভাগীয় পরিচালক (উপ সচিব) তাহমিনা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোঃ সোলাইমান হোসেন, সমাজ সেবা বিভাগীয় অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া, জেলা সমাজ সেবা উপ-পরিচালক রাজু আহম্মেদ উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস, ফারুক মিয়া, জান্নাতুল ফেরদৌসি, মুন্নি আক্তার সহ অন্যান্য। বক্তাগণ তৃতীয় লিঙ্গের মানুষদের মূল জনস্রোতে একিভূত করা ও তাদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার উপর গুরুত্ব আরোপ করেন।