দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ৬ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধর নয়াদিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ পৌরসভার চরকালিকাপুর গ্রামে জুয়ার আসর থেকে জুয়া খেলার উপকরণসহ ৬ জন জুয়াড়ীকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। গ্রেফতারকৃত জুয়াড়ীরা হচ্ছে, মোঃ শহিদুল্লাহ, মোঃ আল মামুন, মোঃ সোনা মিয়া, মোঃ সাজল মিয়া, মোঃ আক্কা মিয়া ও মোঃ রানা মিয়া। থানা সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ মডেল থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীর দিক নির্দেশনায় এবং মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধরের নেতৃত্বে এসব জুয়াড়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার অভিযানে অংশ নেন, এসআই হারুন, এস আই জুয়েল, এস আই খায়ের, এ এস আই কামরুল, এ এস আই তোফায়েল আহম্মেদ। ওসি শ্যামল চন্দ্র্রধর আলাপকালে এ সাংবাদিককে জানান, ঈদ উপলক্ষে অসৎ কতক লোকজন উপজেলার বিভিন্ন স্থানে জুয়া ও আনন্দ মেলার নামে অসামাজিক কার্যকলাপ করার চেষ্টা করলে তা প্রতিহত করা হয়। বিশেষ করে জুয়া, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতিতে রয়েছি। এ ব্যাপারে তিনি সাংবাদিক সহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।