Thursday, September 28, 2023
Homeজামালপুরদেওয়ানগঞ্জে ৮ ইউনিয়নে দু’দফায় মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ৫ শতাধিক শাড়ী বিতরণ

দেওয়ানগঞ্জে ৮ ইউনিয়নে দু’দফায় মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ৫ শতাধিক শাড়ী বিতরণ

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নে ২ দফায় ৫ শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ব্যক্তিগত উদ্যোগে শাড়ী বিতরন করেছেন বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোঃ মোসাদ্দিক হোসেন আনার। শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া লাল মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দফায় ২৫০ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শাড়ী বিতরন করা হয়। বিতরন করেন বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোঃ মোসাদ্দিক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক কয়েকবারের সভাপতি বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার মাহবুবুর রশীদ খুরম, সাবেক ডেপুটি কমান্ডার ও আসন্ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ তারিকুজ্জামান তারিক, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দিক হোসেনের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু ওবায়েদ লতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সহ অন্যান্য। এর আগে প্রথম দফায় দেওয়ানগঞ্জ উপজেলায় নবনির্মিত মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে প্রায় ৩শত মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শাড়ী বিতরন করা হয়। বিতরন করেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার মাহবুবুর রশীদ খুরম, সাবেক ডেপুটি কমান্ডার ও আসন্ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ তারিকুজ্জামান তারিক, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ দুলাল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments