Friday, March 31, 2023
Homeজামালপুরদেওয়ানগঞ্জ আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

দেওয়ানগঞ্জ আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জ আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের ২৩তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুব হাসানের সভাপতিত্বে স্কুলের সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র আইনজীবি এডভোকেট মোঃ খাজা আলমের সঞ্চালনায় এবং স্কুলের অধ্যক্ষ নুরুন্নাহার বেগমের স্বাগত ভাষনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ মোঃ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ হারুন, মডেল থানার ওসি (তদন্ত), উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যাপক শাহজাহান আকন্দ, সাবেক জেলা পরিষদ সদস্য আসলাম হোসেন সহ অন্যান্য। শুরুতে কোরআন, গীতা পাঠ ও জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মার্চ পাস্ট ও অভিবাদন গ্রহণ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। শেষে অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments