Thursday, June 8, 2023
Homeজামালপুরদেওয়ানগঞ্জ আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দেওয়ানগঞ্জ আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ওসমান হারুনী: জামালপুরের দেওয়ানগঞ্জ আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসার হেফজ উত্তীর্ণ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল ও ২০২২ ইং শিক্ষাবর্ষে নুরানী, নাযেরা ও হেফজ বিভাগের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মাওলানা মো: মাহমুদুল হক আশরাফী। গত শনিবার ২১ জানুয়ারি সন্ধ্যায় চর কালিকাপুর প্রতিষ্ঠান ক্যাম্পাসে এবিএম আবু হাসেমের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে দেওয়ানগঞ্জ আব্দুল লতিফ হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি আবুল কালাম আজাদ ও মুহতামিম মাসুদুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন নূরানী বিভাগের প্রধান মাওলানা ছানোয়ার হোসেন। মাদ্রাসাটিতে নূরানী বিভাগে প্রথম স্হান অধিকার করে জিন্নাতুল ইসলাম, নাযেরা বিভাগের প্রথম স্থান অধিকার করে মোঃ সানজিদ ,হেফজ বিভাগে প্রথম স্থান অধিকার করে আব্দুল্লাহ। এছাড়া মাহফিল চলাকালে মাদ্রাসার ১৬জন নতুন হাফেজকে মাথায় পাগড়ি ও অভিভাবককে বিশেষ পুরস্কারকৃত করা হয়। উল্লেখ্য যে,২০১৩ সালে ইসলামের আলো ও কোরআন শিক্ষার প্রসারে ইঞ্জিনিয়ার এসএম লুৎফর হাবিব অরুন মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর এলাকাবাসীর সহযোগিতায় সুনামের সহিত মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। বিভিন্ন শিক্ষাবর্ষে বোর্ড পরীক্ষা অংশ গ্রহন করেও ভালো ফলাফল অর্জন করেছে। ইতোমধ্যে দেওয়ানগঞ্জ উপজেলায় ২০১৯ ও ২০২২ শিক্ষাবর্ষে পরপর দুই বার শ্রেষ্ঠ নূরানী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে খ্যাতি অর্জন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments