দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা সোমবার বিকেলে উপজেলা সভা কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসন বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ তোফায়েল আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহফুজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আহসান হাবীব সহ অন্যান্য সরকারি কর্মকর্তা। প্রেস ব্রিফিং কালে উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা সাংবাদিকদের জানান, আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার প্রতিপাদ্যে মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত ৪র্থ ধাপে ৩৪০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। এর মধ্যে ৩০০ পরিবার কে জমিসহ পাকা গৃহ হস্তান্তর করা হয়েছে এবং ৪০ পরিবারের গৃহ নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। এদের মধ্যে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে ১০, পৌরসভা ০৯, হাতিভাঙ্গা ইউনিয়নে ০৪ এবং চিকাজানী ইউনিয়নে ১৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের গৃহ নির্মাণ কাজ চলছে। সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলামের প্রশ্নের উত্তরে ইউএনও কামরুন্নাহার শেফা বলেন, ভূমিহীন ও গৃহহীন পরিবারদের দেয় গৃহ সমূহ কোনো প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ হলে পরে স্থানীয় প্রশাসন বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে ভূমিকা রাখবে। এছাড়া প্রাকৃতিক দূর্যোগে কেউ গৃহহীন হলে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে। যেহেতু মাননীয় প্রধান মন্ত্রীর এ উদ্যোগটি একটি চলমান প্রক্রিয়া। তিনি আরো বলেন, বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের মাঝে জমি সহ পাকা গৃহ নির্মাণ করে দেওয়ার বিষয়টি গোটা বিশে^ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভাবমুতি উজ্জ¦ল করে তুলেছে। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, রেজাউল করিম এলান, তারেক মাহমুদ, বিল্লাল হোসেন মন্ডল সহ অন্যান্য।