খাদেমুল ইসলাম:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা হল রুমে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হাসানের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম এলান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদাক তারেক মাহমুদ, দৈনিক সরে জমিন ও এস টিভি প্রতিনিধি ফারুক মিয়া সহ অন্যান্য। আগামী ২০ জুন রোববার মুজিব বর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী কর্তৃক গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে বিনামূল্যে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (দ্বিতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি জানান ইতি পূর্বে দেওয়ানগঞ্জ উপজেলায় ১৭২টি গৃহ নির্মান করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে বাহাদুরাবাদ ইউনিয়নে ১২টি, পাররামপুর ইউনিয়নে ১৮টি, হাতিভাঙ্গা ইউনিয়নে ৩০টি এবং ডাংধরা ইউনিয়নে ৪০টি গৃহ নির্মান করা হচ্ছে। ২০ জুনের আগেই কাজ শেষ হবে এবং আসছে রোববার সারা বাংলাদেশের মতো দেওয়ানগঞ্জেও এসব নির্মিত গৃহ উদ্বোধন হবে।