খাদেমুল ইসলাম : বল তোমার প্রভুর নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ঐতিহ্যবাহী কামিল স্নাতকোত্তর মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দিক নিদের্শনা ও মঙ্গল কামনায় মাদ্রাসা মিলনায়তনে এক দোআ মাহফিলের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা মোঃ মোতালেব হোসেন খান এর সভাপতিত্বে এবং স্বাগত ভাষনের মধ্যে দিয়ে শুরু দোআ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ¦ মোঃ আমির হোসেন মুরাদ। মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মোঃ সোলায়মান হোসেন এর সঞ্চালনায় উপস্থিত অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধাক্ষ্য আলহাজ¦ মাওলানা মোঃ শামছ উদ্দিন, হেড মোহাদ্দেস আল্লামা মুফতি মাওলানা মোঃ মামুনুর রশিদ জালালী, প্রভাষক মোঃ আব্দুর রকিব, প্রভাষক মাহবুবুর রহমান তালুকদার, মাওলানা মোঃ আবুল কাসেম, মিজানুল হক পিন্টু, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, মোঃ জবেদ আলী, আলী হাসান সহ অন্যান্য। শুরুতে পবিত্র কুরআন পাঠ ও ইসলামিক সংগীত পরিবেশি হয়। বক্তাগণ আসন্ন পরীক্ষায় দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নিদের্শনা মূলক ও জীবনমান উন্নয়ন বিষয়ে সারগর্ভ বক্তব্য পেশ করেন।