দেওয়ানগঞ্জ সংবাদদাতা:
প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শনিবার দেওয়ানগঞ্জ গোহাটি মাঠে দিনব্যাপি প্রাণি সম্পদ প্রদর্শনী ও শ্রেষ্ঠ খামারিদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। ৫০জন খামারী প্রদর্শনীতে অংশ নেন। প্রদর্শনী উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে ভেটেনারী সার্জন ডাঃ আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন. প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ানুছ আলী, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহসান হাবীব, কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, প্রেসক্লাব ও দুপ্রকের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, চেয়ারম্যান সেলিম খান, খামারী আনিছুল হক লেবু প্রমুখ।