দেওয়ানগঞ্জ সংবাদদাতা : শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা নতুন জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ ২০২২ বিষয়ক জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ইন হাউজ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে স্কুলের ছাত্র শিক্ষক মিলনায়তনে স্কুলের প্রধান শিক্ষক আলহাজ মোঃ ফজলুল করিমের সভাপতিত্বে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার বাবু সজল চন্দ্র ভদ্র। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, শিক্ষক মুশিহুর রহমান, তাহের মাহমুদ জিন্নাহ, হাতেম আলী, হেমন্তলাল সাহা, সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিস সহকারী আইনুল হক সহ অন্যান্য।