Friday, June 9, 2023
Homeজামালপুরদেওয়ানগঞ্জ মডেল মসজিদ নির্মাণের কাজ সাড়ে ৩ বছরেও শেষ হয়নি

দেওয়ানগঞ্জ মডেল মসজিদ নির্মাণের কাজ সাড়ে ৩ বছরেও শেষ হয়নি

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল মসজিদের নির্মাণ কাজ ১ বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও তা সাড়ে ৩ বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। দেখা গেছে দেওয়ানগঞ্জ উপজেলা কমপ্লেক্সের অভ্যন্তরেই মসজিদটি অবস্থান। কাজ চলছে সেখানেই। ৩ তলা ভবনের ভেতরে বাইরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণ কাজের মালামাল, ক’জন শ্রমিক বেশ কিছুদিন ধরে কাজ করে যাচ্ছে ধীর গতিতে। ইট, কাঠ, বালু, লোহা, লক্কর ছড়িয়ে ছিটিয়ে আছে নানাস্থানে। মূল ভবনের বিভিন্ন স্থানের পলেস্তরা, নকশার কাজ, অজুখানা, টাইলস, শৌচাগারের কাজ পুরোপুরি শেষ হয়নি এখনো। স্যানিটারির কাজও বাকি। জানা গেছে, মোহাম্মদ ইউনুছ এন্ড ব্রাদার্স নামের একটি লাইসেন্সে নির্মাণ কাজটি সম্পাদন করছেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য মোজাফফর হোসেন। ঐ সাংসদের স্থানীয় প্রতিনিধি মাহফুজুর রহমান কাজের দেখভালে রয়েছেন। সমগ্র জেলায় ৮টি মডেল মসজিদের কাজ চলছে। এর মধ্যে ৭টির কাজ শেষ হয়ে তা যথা সময়ে উদ্বোধনও হয়েছে। শুধুমাত্র বাকি রয়েছে দেওয়ানগঞ্জ মডেল মসজিদের নির্মাণ কাজ। দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী তোফায়েল আহম্মেদের সাথে কথা বললে তিনি জানান, এ মসজিদের কাজ করছে জামালপুর গণপূর্ত বিভাগ। ২০১৮-১৯ অর্থ বছরে নির্মাণ কাজের ব্যয় ধরা হয় ৮ কোটি ৪৫ লাখ টাকা। চট্টগ্রামের মোহাম্মদ ইউনুছ এন্ড ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ শুরু হয় ২০১৯ সালের ২১ জুলাই। ২০২০ সালের ২২ জুন উক্ত কাজ শেষ হবার কথা থাকলেও কাজ শেষ হয়নি সাড়ে ৩ বছরেও। কাজের মান নিয়েও কথা রয়েছে। এ বিষয়ে স্থানীয় নানা মহলে সমালোচনা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments