নিজস্ব সংবাদদাতা : দেওয়ানগঞ্জ রেলের নিরাপত্তা বাহিনীর সার্কেল বিশেষ অভিযানে রেলের মালামাল চুরি করার দায়ে দু’জন আটক করা হয়েছে।
জানা যায়. বৃহস্পতিবার রাতে দেওয়ানগঞ্জ রেলওয়ে লোকসেড এলাকা থেকে রেলের মালামাল চুরি হচ্ছে। গোপন সংবাদ পেয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান করে সজিব মিয়া ও সাকিব মিয়া নামের দুই চোরকে আটক করে।
দেওয়ানগঞ্জ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ হাসান মাহমুদ জানান, শুক্রবার আটককৃতদের রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিশেষ অভিযান অব্যাহত থাকবে।