নিজস্ব সংবাদদাতা : ঐহিত্যবাহী দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ প্রতিযোগীদের শপথ পাঠ ও মশাল প্রজ্বলনের মাধ্য দিয়ে খেলা শুরু করা হয়।
বুধবার বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে প্রতিযোগীতা উদ্বোধন ও পুরুস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার সভাপতিত্বে শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাকেন. প্রধান শিক্ষক রতনা রানী সাহা, পৌর মেয়র শেখ মুহাম্মদ নুরুন্নবী অপু, জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ, সিনিয়র শিক্ষিকা মেহেরুন নাহার, জীবন কুমার পাল, শিক্ষক অজিত কুমার ধর, প্রেসক্লাব ও দুপ্রকের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ প্রমুখ। ছাত্রদের কুচকাওয়াজ ও ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।