Thursday, March 23, 2023
Homeজামালপুরদেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে পড়াশোনা ব্যাহত

দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে পড়াশোনা ব্যাহত

খাদেমুল ইসলাম:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট। ১৯১৯ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটির পূর্বে নাম ছিল দেওয়ানগঞ্জ কো-অপারেটিভ হাইস্কুল। পরবর্তীতে এরশাদ সরকার আমলে ১৯৮৬ সালে সরকারিকরণ হলে এর নাম হয় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। বর্তমানে স্কুলে ছাত্র সংখ্যা ৬৩৫ জন। স্কুলের শিক্ষকের পদ ২৫ জনের স্থলে আছে মাত্র ৯ জন। এত অল্প সংখ্যক শিক্ষক দিয়ে ৬৩৫ জন শিক্ষার্থীদের পড়াশোনা করানো দারুন অসুবিধা। হতাশ হয়ে পড়েছে অভিভাবক ও শিক্ষার্থীরা। পড়াশোনর মান কমে যাচ্ছে ক্রমশঃ। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের সাথে যোগাযোগ করা হলে তিনি এসবের সত্যতা স্বীকার করে বলেন, আমি এ স্কুলে ১ বছর ৪ মাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। অনেক আগে থেকে এ স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। আমি বর্তমানে বদলি হয়ে সুনামগঞ্জ সরকারি হাইস্কুরে যোগদান করেছি। তিনি বলেন ঐ স্কুলে ২৫ জন শিক্ষক থাকার স্থ’লে আছে মাত্র ৯ জন শিক্ষক। তা দিয়ে মানসম্মত পড়াশোন করানো প্রায় অসম্ভব। দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা জানান, ঐ স্কুলের শিক্ষক সংকটের কথা জেনেছি। বর্তমান সরকারের মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠা করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষক থাকা প্রয়োজন। এক উত্তরে তিনি জানান, এ ক্ষেত্রে আমার কোন হাত নেই। তাদের ডিডি এসব দেখভাল করেন। সদ্য পালিত দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের উপস্থিতিতে এই স্কুলের চরম শিক্ষক সংকটসহ বিভিন্ন সমস্যাদি তুলে ধরে এর প্রতিকার দাবি করেন অন্যান্য বক্তাগণ। মন্ত্রী উপর মহলে বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments