Sunday, September 24, 2023
Homeজামালপুরদেশের অবহেলিত ও পিছিয়ে পড়া আসনের নাম দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ-এড. তাজুল ইসলাম

দেশের অবহেলিত ও পিছিয়ে পড়া আসনের নাম দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ-এড. তাজুল ইসলাম

মোহাম্মদ আলী : দেশের অন্যান্য আসনের তুলনায় দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ আসনের উন্নয়ন হয়নি! বরং ক্রমেই মানচিত্র থেকে বিলীন হয়ে যাচ্ছে এ আসনের অস্তিত্ব। প্রতিরোধ ব্যবস্থা না থাকায় প্রতিবছরই বন্যা ও নদী ভাঙ্গনের শিকার হয়ে নিঃস্ব হচ্ছেন এ আসনের চরাঞ্চলের শত শত পরিবার। হয়নি রাস্তা ঘাট বা অবকাঠামোগত দৃশ্যমান কোনো উন্নয়ন। প্রতিষ্ঠিত হয়নি মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার।১৫ বছরেও এআসনের মানুষের চাওয়া পাওয়া ও আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।
আজ সময় এসেছে পরিবর্তনের। দেওয়ানগঞ্জ- বকশিগঞ্জবাসীকে আজ নতুন করে ভাবতে হবে। বেছে নিতে হবে তাদের নতুন প্রতিনিধি। যিনি তাদের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করবেন। অগণতান্ত্রিক রাজনৈতিক জিম্মিদশা থেকে মুক্তি দিয়ে একটি স্বচ্ছ নিরপেক্ষ রাষ্ট্রের শুভ সূচনা করবেন। যেখানে প্রতিটি নাগরিক তার নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আসন পাবে। ধর্ম বর্ণ বা পূর্বপুরুষের রাজনৈতিক ইতিহাস বাঁধা হয়ে দাড়াবে না। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে। শ্রমিক পাবে ন্যায্য মুজুরী। সারাদেশের সাথে সামঞ্জস্য রেখে দেশের প্রতিটি আসনের উন্নয়ন হবে। থাকবে না কোনো ভেদাভেদ বৈষম্য। প্রতিটি মানুষ ভোগ করবেন সমান অধিকার।
উপরের কথাগুলো বলেছেন, সদ্য প্রকাশিত নতুন রাজনৈতিক দল এবি পার্টি (আমার বাংলাদেশ) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, সময়ের সাহসী সন্তান, স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী, এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি আরও বলেন, ঘুনে ধরা পারিবারিক জিম্মিদশার রাজনীতি থেকে দেশ ও দেশের মানুষের মুক্তির লক্ষ্যে এবি পার্টির জন্ম হয়েছে। এদেশের মানুষ আজ স্বাধীন দেশের নাগরিক হয়েও পরাধীন জীবন যাপন করছেন। এদেশে ভিন্ন দল মতের অনুসারীদের বেঁচে থাকার অধিকার কেঁড়ে নেওয়া হচ্ছে। করা হচ্ছে হত্যা খুন গুম ।পুরে দেওয়া হচ্ছে জেলে। মানুষের ভোট ও বাক স্বাধীনতা হরণ করে জুলুমি একনায়কতন্ত্র রাষ্ট্র কায়েম করা হচ্ছে। জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। অন্য দেশের তাবেদারীর মাধ্যমে এদেশের স্বাধীন স্বার্বভৌমত্ব বিলিন করা হচ্ছে। অরাজনৈতিক পুঁজিবাদীদের রাজনীতিতে এনে তাদের দুর্বৃত্তায়ন করা হচ্ছে। দেশের জনগণের কষ্টার্জিত অর্থ লোপাট করে দেশকে দেউলিয়া করার পায়তারা চলছে ।
দেশের চরম ক্রান্তিলগ্নে দেশবাসীকে প্রতিবাদের হাতিয়ার হয়ে পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে আসতে হবে। হতে হবে রাজনৈতিক সচেতন। ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি বাসযোগ্য রাষ্ট্র কায়েম করতে মুখ ও প্রতীকের রাজনীতি পরিহার করতে হবে। দেখে শুনে বুঝে নিতে হবে স্বার্বিক কল্যাণের পথ। যার নিশ্চিতা দিতে পারে এবি পার্টি। আমার স্বপ্ন আমার দেশ এবি পার্টি বাংলাদেশ।
গত ৯ এপ্রিল ঢাকাস্থ তার ব্যক্তিগত চেম্বারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির ভূমিকা ও দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জবাসীকে নিয়ে তার ভাবনা ও পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি আজকের জামালপুরকে উপরের কথাগুলো বলেছেন।
উল্লেখ্য যে, এড. মোহাম্মদ তাজুল ইসলাম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের মৌলভীর চর গ্রামের সন্তান। তার বাবার নাম ফজলুল হক খান।যিনি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। এড. তাজুল ইসলাম পেশাগত কারণে বর্তমানে তিনি স্বপরিবারে ঢাকায় বসবাস করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments