মহাকালের আবর্তে হারিয়ে গেল আরেকটি বছর। ২০২২ সাল এখন অতীত। গত বছরেও নানাজনের নানা পরিকল্পনা ছিল। যার অনেকগুলো ঘটেছে আবার অনেকগুলো বাকির খাতায় রয়ে গেছে। ভুল-শুদ্ধ মিলিয়ে পাওয়া না পাওয়ার হিসাব কষছে কেউ কেউ। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও সাজিয়েছেন তার নতুন বছরের পরিকল্পনা।
জয়া জানান, গত এক বছর নানা ব্যস্ততায় কেটেছে তার। পাওয়া-না পাওয়া সবমিলিয়ে মন্দ কাটেনি সদ্য অতীত হওয়া বছরটা।
অভিনেত্রী বলেন, গত এক বছরের হিসাব-নিকাশ করতে বসলে দেখা যাবে, অপ্রত্যাশিত অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছু হাতে ধরা দেয়নি; যা নিয়ে আশার জাল বুনেছিলাম।’
জীবন চলার পথে ভাগ্যকে মেনে নিয়ে তার সংযোজন, ‘এটাই নিয়ম; যে নিয়মে জীবন প্রবাহ চলতে থাকে। তার চেয়ে বড় বিষয়, ফেলে আসা সময় অনেক কিছুই শিখিয়ে দিয়েছে।’
ইংরেজি নতুন বছরে নিজের প্রত্যয়ও ব্যক্ত করেন জয়া। তার কথায়, ‘ইংরেজি নতুন বছরে আমার এটাই চাওয়া, ফেলা আসা দিনগুলোয় যা কিছু শেখার সুযোগ হয়েছে, তা যেন পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি। দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক— এই প্রত্যাশা সবসময়ের।’
উল্লেখ্য, বাংলাদেশ ও কলকাতার সিনেমার পাশাপাশি জয়া এখন বলিউডের ছবিতেও অভিনয় করছেন। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত নাম ঠিক না হওয়া এই ছবিতে শক্তিমান বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে অভিনয় করছেন তিনি। সব কিছু ঠিক থাকলে এ বছরই বলিউডে অভিষেক ঘটবে জয়া আহসানের।