Saturday, April 1, 2023
Homeরাজনীতিদেশের মানুষ ভালো নেই : কাদের সিদ্দিকী

দেশের মানুষ ভালো নেই : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশ ও দেশের মানুষ আজ ভালো নেই। যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, কিন্তু দেশের সার্বিক চিত্র আজ ভয়াবহ আকার ধারণ করেছে। 

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর এলাহিয়া ফাজিল মাদরাসা মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, নৌকা, লাঙ্গল ও ধানের শীষ দিয়ে শরীর মুচা যায় না, গামছা এমন একটি জিনিস যা দ্বারা সব করা যায়। এই গামছার হাতকে শক্তিশালী করে সকলকে আগামী নির্বাচনে গামছা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। 

তিনি আরও বলেন, আজকে আমার রাজা হতে ইচ্ছে করে না, বাদশা হতে ইচ্ছে করে না।  আমি মানুষ হতে চেষ্টা করছি। সাধারণ মানুষের ধারণা, আমাদের কর্মীদের ধারণা এমপি হবো, মন্ত্রী হবো, ক্ষমতা পাবো, কিন্তু আমার তার চার পয়সারো ধারণা নেই। আল্লাহ আমাকে এমনিতেই অনেক ক্ষমতা দিয়েছেন। যতক্ষণ বেঁচে আছি আপনাদের নিয়ে বেঁচে থাকতে চাই। সাধারণ মানুষকে নিয়ে চলতে চাই। 

জনসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, কাদের সিদ্দিকীর ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগ নেতা শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ নেতা জাহাঙ্গীর বিন জাফর প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments