কাতারে জামালপুর জেলা কল্যাণ সমিতির দ্বিতীয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী দোহার মানুসুরার ‘গ্রীন হোম রেস্টুরেন্ট’-এ গত ২২ এপ্রিল পুনর্মিলনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, জামালপুর দ্রুত উন্নয়নশীল একটি জেলা। এ এলাকার মানুষ সহজ-সরল। বর্তমান সরকার জামালপুর জেলার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। সবগুলো প্রকল্প বাস্তবায়িত হলে জামালপুর জেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলায় পরিণত হবে।
জামালপুর জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু শামা’র সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাফেজ মাওলানা মো. ইউসুফ। এসময় আরও বক্তব্য রাখেন সাবেক ডিজিএফআই-এর প্রধান কাতারে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স এ্যাটাচি বিগ্রেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, জামালপুর জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটির ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ প্রবাসীরা অংশ নেন।