Wednesday, June 29, 2022
Homeখেলাধুলাদোয়া চাইলেন মুস্তাফিজ

দোয়া চাইলেন মুস্তাফিজ

আ. জা. স্পোর্টস:

নিউজিল্যান্ড থেকে দুই ফরম্যাটে ধোলাই হওয়ার একরাশ লজ্জাসহ দেশে ফিরে আর বাড়ি যাননি মুস্তাফিজুর রহমান। বিমানবন্দরে অবস্থান করেই তিনি ভারতের ফ্লাইট ধরেন। দীর্ঘ বিমান ভ্রমণ শেষে মুস্তাফিজ ভারতের মাটিতে নিরাপদে অবতরণ করেছেন বলে নিশ্চিত করেছে তার আইপিএল দল রাজস্থান রয়্যালস। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের চতুর্দশ আসরে মুস্তাফিজ ১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন। তাদের প্রথম ম্যাচ ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে। ভারতে নেমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার লিখেছেন, ‘রাজস্থান রয়্যালসের সঙ্গে আইপিএল অভিযান শুরু করতে ভারতে নিরাপদেই অবতরণ করেছি। আমার জন্য দোয়া করবেন।’ ভারতে নেমেই মুস্তাফিজ চলে গেছেন কোয়ারেন্টিনে। ৭ দিনে তাকে ঘরবন্দি হয়ে থাকতে হবে। এর আগে সাকিব আল হাসান গতকাল কোয়ারেন্টিন শেষ করে নাইট রাইডার্সের অনুশীলনে যোগ দিয়েছেন। এ কারণে রাজস্থানের প্রথম ম্যাচে মোস্তাফিজকে দেখার সম্ভাবনা খুব কম। উল্লেখ্য, চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। তবে দুই ম্যাচের সেই টেস্ট সিরিজে মুস্তাফিজ পরিকল্পনায় নেই বলেই জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments