মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ২ শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিরাজদিখান ফায়ার সার্ভিসের ডুবুরি দল মৃত শিশুর মরদেহ উদ্ধার করে। অপর শিশু এখনও নিখোঁজ রয়েছে।
রোববার (৩০ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চাঁন্দেরচর লেকু মার্কেট এলাকায় কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে নেমে নিখোঁজ হয় দুই শিশু।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজদিখান উপজেলার চান্দেরচর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. আমির হামজা (৮)
ও মো. বাবুলের ছেলে মো. রিমন (৯) চাঁন্দেরচর লেকু মার্কেট এলাকার কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে সিরাজদিখান ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে। রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ আমির হামজাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সিরাজখান ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে রাত ৮টার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে অপর শিশুকে খুঁজে না পেয়ে অভিযান বন্ধ করা হয়। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।