নকলায় ৭ মার্চ জাতীয় ভাষণ দিবস পালিত

নকলা সংবাদদাতা : শেরপুরের নকলা উপজেলা প্রশাসন আয়োজীত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্র্তৃক ১৯৭১সালের ৭ মার্চ প্রদত্ত ভাষণের দিনটি উৎযাপিত হয়। ্এই দিবসটি পালনের উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ, জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলণ করা হয়। সরকারি হাজী জালমামুদ কলেজ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর হতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এর সভা পতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর। অফিসার ইনর্চাজ আব্দুল কাদির মিয়া, সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ গোলাম মস্তুফা, কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন, যুগ্ম সাধারণ স¤পাদক আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, স্বেচ্ছা সেবক লীগের সভা মোশারফ হোসেন বাবু, প্রমুখ। বিকেলে আওয়ামী লীগের উদ্দ্যেগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।