Thursday, June 8, 2023
Homeশেরপুরনকলায় বিএনপি’র ৭ নেতাকর্মী গ্রেপ্তার

নকলায় বিএনপি’র ৭ নেতাকর্মী গ্রেপ্তার

নকলা সংবাদদাতা
নাশকতার পরিকল্পনা করার অভিযোগে শেরপুরের নকলা উপজেলা বিএনপি’র ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ জানুয়ারি) তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে নকলা থানার এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে ৩৭ নেতাকর্মীরসহ অজ্ঞাত আরো ৩০/৩৫ জনের নামে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন- জহির রায়হান মুক্তি (৫২), মোরাদুজ্জামান মাছুম (৪৫), লুৎফর রহমান (৩২), নূর হোসেন (৪৮), আরফান তালুকদার (৪৫), তাজুল ইসলাম মোক্তার (৫৫) ও কামরুল মেম্বার (৫৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে নকলা উপজেলার বিএনপি’র নেতাকর্মীরা নাশকতা করার পরিকল্পনার চেষ্টা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments