নকলা সংবাদদাতা : শেরপুরের নকলা উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারী হাজী জাল মামুদ কলেজে নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে সৈয়দ বদরুল হক রিজভীর সঞ্চালন বক্তব্য রাখেন, শাহ্ মো: বোরহান উদ্দিন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলতাব আলী, ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক মমতাজ বেগম, ভাইস চেয়াম্যান সারোয়ার আলম তালুকদার, দাতা পরিবারের সদস্য দেওয়ান আল শামীম প্রমুখ। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে উদ্ভোধনী ক্লাস শুরু হয়। অপরদিকে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক আব্দুল রব সাহেব এর নেতৃত্বে দুই দিন ব্যাপী ৬ষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। জাতীয় পর্যায়ে অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। এছাড়াও শাহ্রিয়া ফাযিল ডিগ্রি মাদরাসা, ধুকুড়িয়া এ জেড এন্ড বিএম কলেজ ও পাঁচহুনিয়া আইডিয়াল বিএম কলেজেও নবীনদের বরণ ও উদ্ভোধনী ক্লাস শুরু হয়।