নটআউট সৌম্য, লঙ্কানদের প্রতিবাদ; আসলে কী হয়েছিল?

বিনুরা ফান্দান্দোর শর্ট লেংথের বলটা ঠিকঠাক খেলতে পারলেন না সৌম্য সরকার। উইকেটের পেছনে কুশাল মেন্ডিসের গ্লাভসে যেতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার গাজী সোহেল। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন সৌম্য। রিপ্লেতে আল্ট্রা-এজে দেখা গেছে স্পাইক। যা দেখে আউট ভেবে প্রায় বাউন্ডারির কাছাকাছি চলে গিয়েছিলেন সৌম্য। 

অবশ্য এরপরই থার্ড আম্পায়ার মাসুদুর রহমান জানালেন, স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে দূরত্ব রয়েছে। ফলে রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে গেলেন সৌম্য। তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন তিনি। যদিও টিভি আম্পায়ারের এমন সিদ্ধান্ত বদলে সন্তুষ্ট হতে পারেনি শ্রীলঙ্কা। অনফিল্ড আম্পায়ারকে ঘিরে ধরেন তারা। 

মাঠে যখন শিষ্যরা প্রতিবাদ জানাচ্ছেন, মাঠের বাইরে তাদের গুরু কোচ ক্রিস সিলভারউডও বসে থাকেননি। ড্রেসিংরুম থেকে ওঠে শরণাপন্ন হন চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের। যদিও তাতে কিছু হয়নি। এরপরই খেলা আবার শুরু হয়ে গেছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন বিতর্ক। যে কারণে দুই দলের সমর্থকদের মধ্যেও আলাদা