নিজস্ব সংবাদদাতা: সারাদেশে বিএনপি জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে জামালপুর সদর উপজেলার নরুন্দিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সদর উপজেলা কৃষকলীগের। গত শুক্রবার রাতে জামালপুর সদর উপজেলা কৃষকলীগের উদ্যোগে নরুন্দি বাজারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি নরুন্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক এস মোরছালীন জুয়েলের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাবুল,নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য লুৎফর রহমান, সদস্য আজিজুল হক মাষ্টার প্রমুখ।এসময় বক্তারা, বিএনপি’র জামায়াতের লাঠি ও আগুন সন্ত্রাস বন্ধ এবং নৈরাজ্য বন্ধের দাবী জানান।