জাহাঙ্গীর আলম : জামালপুর সদর উপজেলা নরুন্দিতে সাজা প্রাপ্ত আসামী আনোয়ার হোসেনকে ভাওয়াখালি জোকা থেকে গ্রেপ্ততার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রে পুলিশ গত ১ ফেব্র“য়ারি বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ভাওয়াখালী জোকা গ্রামে মৃত কাজিম উদ্দিন ছেলা আনোয়ার মাদক মামলা ফেরারী আসামী হয়ে দীর্ঘদিন যাবত এলাকা থেকে পলাতক রয়েছে বিভিন্ন সময় ছদ্মবেশে রাতে পুলিশের চোখ ফাকি দিয়ে এলাকায় প্রবেশ করে দীর্ঘদিন যাবৎ পুলিশ আনোয়ারকে খুঁজে বেড়াচ্ছে সোর্স সহযোগিতায় জানতে পারে আনোয়ার গতকাল এলাকায় প্রবেশ করবে এমন খবর পেয়ে নরন্দি তদন্ত কেন্দ্রের এএসআই নজরুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে এ সময় পুলিশ রাস্তায় ও বাড়ির আশপাশে উৎপেতে ও ভিন্ন কায়দায় আনোয়ারকে ধরতে সক্ষম হয়। পরে নরুন্দি তদন্ত কেন্দ্রের নিয়ে আসে পুলিশ জানায় সাজাপ্রাপ্ত আনোয়ারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে পুলিশ জানায়।