এম এ কাশেম:
জামালপুর সদর উপজেলার নরুন্দি জিন্নতন আফছর মহিলা ডিগ্রী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে’র ১০১তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার সকালে নরুন্দি জিন্নতন আফছর মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করেন শিক্ষা প্রতিষ্ঠান। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরুন্দি জিন্নতন আফছর মহিলা ডিগ্রী কলেজে অধ্যক্ষ আলহাজ্ব মোঃ লুৎফর রহমান, সিনিয়র প্রভাষক সাধনকুমার ঘোষ, সহকারী অধ্যাপক এসএম মাহবুবুল আলম, সিনিয়র প্রভাষক রেজাউল করিম ও অন্যান্য প্রভাষক-প্রভাষিকাগণ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক আলহাজ¦ লুৎফর রহমান, নরুন্দি তদন্তকেন্দ্রের এসআই জসিম উদ্দিন, সৈয়দা নাজিবা আক্তার বালিকা উচ্চবিদ্যায়ের প্রধান শিক্ষক ও কলেজের বিদ্যুৎসাহী সদস্য দুলাল উদ্দিন, গভর্নিং বডির সদস্য সুজা উদ্দিন, সুরুজ্জামান, নুরুল ইসলাম, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ নরুন্দি জিন্নতন আফছর মহিলা ডিগ্রী কলেজের স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাট্য রাজনৈতিক জীবনের ছবি সংযুক্ত গ্যালারী পরিদর্শন করেন।