Saturday, July 27, 2024
Homeজামালপুরনরুন্দি সৈয়দা নাজিবা আখতার বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত

নরুন্দি সৈয়দা নাজিবা আখতার বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম : জামালপুর সদর উপজেলা নুরুন্দি সৈয়দা নাজিবা আখতার বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক সদস্য পদে নির্বাচনে ৬ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বীতা নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনের নরুন্দি বাজারে সাদা মনের মানুষ ও সাধার ব্যবসায়ী সোহেল রানা কে নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের মাঝে অশিক্ষিত মূর্খ বলে নানা গুঞ্জন ছড়িয়ে ছিল কিন্তুু এই অশিক্ষিত লোকটি ভোটারদের হৃদয়ে গেতে গিয়ে ছিলেন ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের বুঝিয়ে দিয়েছেন ব্যবসায়ী সোহেল রানা একজন সৎ নিষ্ঠাবান শিক্ষা অনুরাগী সাদা মনের মানুষ ৪৬৮ ভোটের মধ্যে ২৬৬ ভোট পেয়ে নির্বাচনে প্রথম স্থান অধিকার করেছেন, মোঃ সোহেল রানা ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোস্তাফিজুর রহমান (১৫৭) ভোট পেয়েছে, তৃতীয় স্থান অধিকার করেছেন, ডাঃ মোঃ ওমর ফারুক (১৩৪) ভোট পেয়েছে ও চতুর্থ স্থান অধিকার করেছেন নুর ইসলাম (১২৫) ভোট পেয়ে প্রাথমিকভাবে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেনভ এ নির্বাচনের সন্ত্রষ্ট প্রকাশ করেছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন ভোট জনগণের গণতন্ত্র অধিকার এই ভোটেই অভিভাব সদস্যরা শিক্ষার মান ও বিদ্যালয় উন্নয়নের ভূমিকা রাখবে বলে জানান নুরুন্দি সৈয়দা নাজিবা আখতার বালিকা উচ্চ প্রতষ্ঠানের ১৯ বছর ধরে সততার সাথে সভাপতি দায়িত্ব পালন করেন আলহাজ্ব লুৎফর রহমান বক্তব্যে বলেন সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়েছে ৬ জন প্রতিদ্বন্দ্বীতার ভিতরে চারজন অভিভাবক সদস্যের ভোটে নির্বাচিত হয়েছেন তাদেরকে অত্র বিদ্যালয়ে পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান৷

Most Popular

Recent Comments