নিজস্ব প্রতিনিধি : নানান অনিয়মের অভিযোগে জামালপুরের ইসলামপুর লক্ষীপুর হাজী ফুলমাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফের অপসারণ দাবী করে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা,স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক। গতকাল রোববার সকালে চরগোয়ালীনির ছাত্র জনতার উদ্যোগে স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে সাধারণ ছাত্র জনতাসহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। এসময় স্কুলের প্রতিষ্ঠাতা জুলফিকার রহমান সাঈদ, সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, প্রাক্তন শিক্ষার্থী মুসলিম উদ্দিন, শিক্ষার্থী মৌ আক্তার ও রাসেল মিয়াসহ অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, “লক্ষীপুর হাজী ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন বিদ্যালয়ের ভর্তি সেশন চার্জ, এসএসসির রেজিষ্ট্রেশন ফি, উপবৃত্তির টাকা, টিউশন ফি, জেএসসি ও এসএসসির প্রশংসা পত্র-মূল সনদ আদায় ফি, এসএসসি ও বিভিন্ন পরীক্ষার ফরম পূরণ ফি, প্রতিষ্ঠানের জেনারেল ও রিজার্ভ ফান্ডের অর্থ প্রধান শিক্ষক দীর্ঘদিন থেকে আত্মসাৎ করে আসছেন। চাকরী প্রত্যাশীর নিকট অগ্রিম টাকা নিয়ে চাকরী না দেওয়ায় একটি মামলাও রয়েছে। তিনি বিভিন্ন নারী কেলেঙ্কারীর সাথে জড়িত। শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে পেতে চরিত্রহীন শিক্ষকের আমরা অপসারণ চাই। ’এসময় সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান, দিলরুবা, নৈশ প্রহরী হযরত আলী বলেন, আমরা গত চার মাস থেকে নিয়মিত ভাবে ডিউটি করছি, আলতাফ হোসেন স্যার আমাদের বেতন আটকিয়ে রেখেছেন। বেতন উত্তোলন করতে না পারায় আমরা পারিবারিকভাবে অর্থ কস্টে দিনাতিপাত করছি। প্রতিষ্ঠাতা জুলফিকার রহমান সাঈদ জানান- প্রধান শিক্ষকের অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা অফিসার (ডিইও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া রয়েছে।
Related Posts
মন্দির, বাড়িঘরে হামলা ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ
- AJ Desk
- August 12, 2024
আসমাউল আসিফ : দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও দেশত্যাগে […]
দেওয়ানগঞ্জে দোকান ও বাড়ি-ঘর মেরামতে বাধা দিয়ে একজনকে পিটিয়ে আহত
- AJ Desk
- March 5, 2024
দেওয়ানগঞ্জ সংবাদদাতা : দেওয়ানগঞ্জে দোকান ও বাড়ি-ঘর মেরামত কাজে বাধা দিয়ে একজনকে পিটিয়ে আহত করা […]
মাদারগঞ্জে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- AJ Desk
- February 19, 2024
মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা,সরকারি দপ্তর প্রধান,শিক্ষক,গণমাধ্যমকর্মী ও সুশীল […]