Tuesday, March 21, 2023
Homeজামালপুরনান্দিনা থেকে তুলসীপুর হয়ে ধনবাড়ী রাস্তাটি এভাবে আর কতদিন সংস্কারবিহীন থাকবে

নান্দিনা থেকে তুলসীপুর হয়ে ধনবাড়ী রাস্তাটি এভাবে আর কতদিন সংস্কারবিহীন থাকবে

এম.এইচ.রশীদ : ভাঙ্গাচুরা এবং ধুলাবালি তে ভরা নান্দিনা টু ধনবাড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কার বিহীন অবস্থায় আর কতদিন থাকবে। বিশাল এলাকার ভুক্তভোগী মানুষ জানতে চায়। জামালপুর সদর উপজেলার নান্দিনা থেকে বেরিয়ে আসা ধনবাড়ী পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকায় এলাকার মানুষের চলাফেরা সহ ট্রাক অটো রিক্সা মোটরসাইকেল যুগে চলাচল ভীষণভাবে ব্যাহত হচ্ছে। এই রাস্তার যাত্রীরা পরিষ্কার কাপড় গায়ে দিয়ে বেরিয়ে আসলে ধুলাবালিতে ময়লা হয়ে যায়। নিজের বাড়িতে যাতায়াত করলে না হয় পরিষ্কার করতে পারলো। কিন্তু মেহমানরা আত্মীয় বাড়িতে যাওয়ার পথেই কাপড় ময়লা হয়ে যায় আর এই ময়লা কাপড় নিয়েই আত্মীয় বাড়ি যেতে হয়। এই যে ভোগান্তি এই ভোগান্তিতে এই বৃহৎ এলাকার মানুষ একেবারে অতিষ্ঠ। তাই এলাকার মানুষ জানতে চায় এই রাস্তার সংস্কার কাজ মাঝখানে একটু ধরার পরেও কেন বন্ধ হয়ে গেল এবং কেনই বা দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পরও এই রাস্তার সংসার কাজ ধরার কোন নামগন্ধ নেই। তাহলে এলাকার মানুষ কি মনে করবে যে এ রাস্তা কাজ সামনে আর কখনোই হচ্ছে না ! এভাবেই দুর্ভোগ পোহায়েই এ অঞ্চলের মানুষকে চলাফেরা করতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments