Friday, March 31, 2023
Homeঅর্থনীতিনারায়ণগঞ্জের বি.বি রোডে হাতিলের নতুন শোরুম

নারায়ণগঞ্জের বি.বি রোডে হাতিলের নতুন শোরুম

সম্প্রতি নারায়ণগঞ্জের বি.বি রোডে দেশসেরা ফার্নিচার ব্র্যান্ড হাতিল চালু করেছে নতুন শোরুম। তিন হাজার স্কয়ার ফিটের সুপ্রশস্ত এই শোরুমটিতে থাকছে ফার্নিচারের বিশাল কালেকশন।

শোরুমটি নিয়মিত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে শোরুমটিতে সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিল কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান জনাব সেলিম এইচ রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন- হাতিলের পরিচালকরা, শোরুমের ডিলার রাশিদা সুলতানা, আলেয়া আলম ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

হাতিল কমপ্লেক্স লিমিটেড ১৯৮৯ সালে যাত্রা শুরু করে ইতোমধ্যে একটি দূরদর্শী ব্র্যান্ড হিসেবে সুনাম অর্জন করেছে। দেশের প্রায় সকল জেলায় হাতিলের শোরুম রয়েছে।

দেশের গন্ডি পেরিয়ে হাতিল ইতোমধ্যে পৌঁছে গেছে এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বাজারে। ভারতের বিভিন্ন প্রদেশে রয়েছে হাতিল ব্র্যান্ডের শোরুম।

২০২৩-২৪ সালের জন্য সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ডও অর্জন করেছে ফার্নিচার এ ব্র্যান্ডটি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments