Tuesday, March 21, 2023
Homeঅপরাধনারীর কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাই

নারীর কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাই

সাভারে এক নারীর কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের সময় রতনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন। এর আগে গতকাল রাতে সাভারের সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ের শিকার ওই ছিনতাইকারী রতন মানিকগঞ্জ জেলার লালমিয়ার ছেলে। তার বিরুদ্ধে মানিকগঞ্জ ও সাভারে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। 

স্থানীয়রা জানান, সাভার সিটি সেন্টার, বাসস্ট্যান্ডসহ বাসের যাত্রীদের প্রায়ই স্বর্ণালংকার ছিনতাই করে একটি চক্র। গতকালও এক নারীর কান থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় রতন নামের এক ছিনতাইকারী। এ সময় ভুক্তভোগী নারীর কান ছিড়ে গেলে তিনি চিৎকার করতে থাকেন। স্থানীয়রা রতনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন বলেন, রতন নামের একজন ছিনতাইকারীকে গণধোলাই দেয়। এ সময় ওই ছিনতাইকারীকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments