শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পশ্চিম কলসপাড় গ্রামের মৃত মফিজল হকের ছেলে আমিনুল ইসলাম আনার আলীর ( ৫৫) এর বিরুদ্ধে জমি বিক্রির টাকা নিয়ে জমি দলিল (রেজিস্ট্রি) না করে দেওয়ার অভিযোগ উঠেছে।
আনার আলী তার ২৫ শতাংশ জমি বিক্রি করার জন্য একই গ্রামের হামেদ আলীর ছেলে ফারুক (৩৬) এর কাছ থেকে জমি বিক্রি করার জন্য আনার আলী দু’দফায় ৯ লাখ ৫০ হাজার টাকা নিয়ে জমি দলিল ( রেজিস্ট্রি) না করে দেওয়ার পায়তারা করে আসছে। এনিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশিও হয়েছে।
এবিষয়ে জমি ক্রেতা ফারুক মিয়া বাদি হয়ে আনার আলীকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।
মামলার সূত্রে জানা যায়, আনার আলী তার ২৫ শতাংশ জমি ১০ লক্ষ টাকা মূল্যে সাফকবলা বিক্রি করার প্রস্তাব করিলে ফারুক মিয়া তাহা ক্রয় করতে ইচ্ছুক হয়।
গত ০২-০৯-২০১৮ ইং তারিখে জমি বিক্রেতা আনার আলীর বাড়িতে স্বাক্ষীগণের মোকাবেলা উক্ত জমির মূল্য ১০ লক্ষ ২৫ হাজার টাকা দরদাম সম্পন্ন হয়।
গত ৪ সেপ্টেম্বর ২০১৮ ইং তারিখে জমি ক্রেতা ফারুক মিয়ার বাড়িতে স্বাক্ষীগণের মোকাবেলায় জমি বিক্রয় বাবদ ৫ লক্ষ টাকা এবং গত ১৪ সেপ্টেম্বর ২০১৮ ইং তারিখে ৪ লক্ষ ৫০ হাজার টাকা সহ মোট ৯ লক্ষ ৫০ হাজার টাকা নেয়। বাকি ৭৫ হাজার টাকা পরবর্তীতে নিয়ে দলিলের কাজ সম্পন্ন করে দেবে।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, জমি বিক্রেতা আনার আলী জমির নামজারি না করে বিভিন্ন তালবাহানা করতে থাকে। পরে কলসপাড় ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ করেন ফারুক মিয়া। অভিযোগের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান বিরোধ মিমাংসা করার জন্য গত ২৪ এপ্রিল উভয় পক্ষকে নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠকে করেন। উক্ত সালিশি বৈঠকের মধ্যে ফারুক মিয়ার কাছ থেকে জমি বিক্রির জন্য মোট ৯ লক্ষ ৫০ হাজার টাকা নেওয়া কথা স্বীকার করেন আনার আলী।
জমি ক্রেতা ফারুক মিয়া জানান, সালিশ বৈঠকে জমি নামজারি করে দলিল ( রেজিস্ট্রি) করে দেওয়ার জন্য বললেও জমি বিক্রেতা আনার আলী জমি দলিল (রেজিস্ট্রি) করে না দিয়ে বিভিন্ন তালবাহানা করে।
টাকা ফেরত চাইলে ফারুক মিয়ার বাড়িঘরে একাধিকবার হামলা করে এছাড়াও ক্রয়কৃত জমিতে ফারুকের লাগানো অনেকগুলো গাছ কেটে ফেলে এবং বাকি গাছগুলো কেটে ফেলার পায়তারা করছে বলেও অভিযোগ পাওয়া যায় জমি বিক্রেতা আনার আলীর বিরুদ্ধে।
জমির টাকা ফেরত চাইতে গেলেই সব সময় আনার আলী কলহ সৃষ্টি করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে থাকে বলেও অভিযোগ করেন জমি ক্রেতা ফারুক মিয়া। ন্যায় বিচার পাওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি।
নালিতাবাড়ীতে জমি বিক্রির টাকা নিয়ে রেজিস্ট্রি করে না দেওয়ার অভিযোগ আনার আলীর বিরুদ্ধে
