Friday, September 29, 2023
Homeশেরপুরনালিতাবাড়ীতে চালক মালিকদের সাথে পুলিশের মতবিনিময়

নালিতাবাড়ীতে চালক মালিকদের সাথে পুলিশের মতবিনিময়

শেরপুর সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ীতে ভাড়ায় চালিত মোটরসাইকেল, সিএনজি, আটোরিক্সা ও ইজিবাইক চুরি এবং ছিনতাই প্রতিরোধে চালক-মালিকদের নিয়ে পুলিশ প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে পৌরশহরের তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নালিতাবাড়ী থানা পুলিশ এই মতবিনিময় সভার আয়োজন করে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। একটি স্বাধীন দেশের মানচিত্র উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সেই স্বপ্ন রূপান্তরের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলেছেন। ভিশন ২০৪১ বিনির্মাণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে এগিয়ে চলেছি। এই উন্নতিতে বাধা হয়ে আসছে বিভ্রান্তকারী কিছু দুষ্টচক্র। আমি অনুরোধ করবো আপনারা এই দুষ্ট চক্রের ফাঁদে পা দিবেন না। তাদের মধ্যে একটি হলো সর্বনাশা মাদক। আমাদের অবশ্যই এই মাদক থেকে দূরে থাকতে হবে। তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, এক দুই জন যাত্রী নিয়ে দূরের নির্জন জায়গায় ভাড়ায় গেলে আপনাদের আরো সচেতন হতে হবে। চোর চক্রের সদস্যরাই ভদ্রবেশী যাত্রী সেজে ছিনতাই করে থাকে। তাই কোন যাত্রীর আচরণ বা মতিগতি অস্বাভাবিক মনে হলে দ্রুত পুলিশের সহয়তা নেয়ার নির্দেশনা দেন তিনি। এ ছাড়া রাতের বেলা দুরে কোথাও যেতে হলে কৌশলে যাত্রীর নাম ও মোবাইল নাম্বার নিয়ে ষ্ট্যান্ডের সভাপতি বা সেক্রেটারীকে এসএমএস করে জানিয়ে যেতে পারেন। এতে করে কোন ধরনের দুর্ঘটনা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনি ব্যবস্থা নিতে পারবে। এক শ্রেণির চালক আছেন যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তারা মাদক পরিবহনসহ বিভিন্ন ছিনতাই চক্রের সাথে মিলে তার পরিচিত চালকদেরই ক্ষতি করে চলছে প্রতিনিয়ত। তাদের সম্পর্কে আপনারাই ভালো জানেন। আপনারাই তাদের প্রতিহত করতে পারবেন নিজেরদের সচেতনতার মাধ্যমে। সেইসাথে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন।
এই মতবিনিময় সভায় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীন, উপজেলা পরিষদের চেয়াম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, উপজেলা ট্রাক, ট্র্যাংক লড়ি ও ক্যাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি অরুন চন্দ্র সরকার, সিনিয়র সাংবাদিক এমএ. হাকাম হীরা, প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল প্রমুখ। এতে মোটরযানের সকল পর্যায়ের শ্রমিক, ভাড়ায় চালিত মোটরসাইকেল, সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক, ভ্যানচালক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments