নালিতাবাড়ী সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নে গত বুধবার ১ মার্চ সকাল ১১ টায় পাচগাঁও দাখিল মাদ্রাসার চারতলা বিল্ডিংয়ের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আঃ কুদ্দছ এর সভাপত্বিতে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারন সম্পাদক মোঃ ওয়াজকরুনী। এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শেরপুরের উপসহকারী প্রকৌশলী আবু মোঃ ইউসুফ আলী, নালিতাবাড়ীর উপসহকারী প্রকৌশলী আবু সাইদ, পাচগাঁও দাখিল মাদ্রাসার সুপার মোঃ জাহেদ উল্লাহ, সমাজ কর্মী, জিয়াউল হোসেন, খোরশেদ আলমসহ প্রমুখ ব্যাক্তিবর্গ। পরে দোয়া পরিচালনা করেন, গড়কান্দা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মোস্তফা।