নালিতাবাড়ী সংবাদদাতা: শেরপুরের নালিতাবাড়ীতে গতকাল শুক্রবার সকাল ১০ টায় প্রাথমিক বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সূত্র জানায়, এবারের বৃত্তি পরিক্ষায় নালিতাবাড়ী উপজেলায় পরিক্ষার্থী ৯২১ জন। অংশ গ্রহনকারী পরিক্ষার্থী ৮৮৩জন। এতে অনুপস্থিত রয়েছে ৩৮ জন পরিক্ষার্থী। এ সময় ৩টি কেন্দ্র পরিদর্শন করেন, নালিতাবাড়ী উপজেলা নিার্বহী কর্মকর্তা খ্রিষ্ট্রফার হিমেল রিসিল, সহকারী কমিশনার ভূমি ইফফাত জাহান তুলি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, উপজেলা রির্সোস সেন্টার কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ হারুনুর রশিদ তালুকদার, তারাগঞ্জ সরকারী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ ইমদাদুল হক কাজল, হিরন্ময়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ আমিনুল হক, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ, এম, সুরুজ্জামান, হল সুপার মোঃ অনোয়ার হোসেন, হাফিজুর রহমানসহ প্রমুখ ব্যাক্তিবর্গ।