Friday, September 29, 2023
Homeঅর্থনীতিনিউ সুপার মার্কেটে আগুন, অসুস্থ ২২ জনকে নেওয়া হয়েছে ঢামেকে

নিউ সুপার মার্কেটে আগুন, অসুস্থ ২২ জনকে নেওয়া হয়েছে ঢামেকে

মোজো, বাংলাদেশের জনপ্রিয় কোলা। ১ বৈশাখ ১৪৩০, আকিজ হাউজে পালিত হলো মোজো’র  ১৭তম জন্মদিন। বাংলা নতুন বছরের জন্মলগ্নে প্রতিবছর পহেলা বৈশাখে পালিত হয় মোজোর জন্মদিন। ২০০৬ সালে যাত্রা শুরু করে এবং খুব অল্প সময়ে দেশের সকল শ্রেণির মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে মোজো।  মোজো সবসময় তারুণ্যের জয়গান করে, যে তারুণ্য আছে সবার মাঝে। তারুণ্যর কোনো বয়স নেই।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন,  আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম বলেন, মোজো তারুণ্যের ব্র্যান্ড। আপনারা যেভাবে এতদিন ভালোবাসা দিয়ে মোজো’র সাথে ছিলেন আশা করি আগামী দিনগুলোতেও আপনাদের পাশে পাবো। আমরা আশা করি মোজো আপনাদের মন জয় করে আরও সামনে এগিয়ে যাবে ।

মোজো’র জন্মদিনের এই বিশেষ মুহূর্তে আকিজ ভেঞ্চার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, মোজোর অগ্রযাত্রায় সহযাত্রী হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও নববর্ষের শুভেচ্ছা জানান। ভবিষ্যতেও সকল আনন্দ-উ;সবে মোেো বেচিত্রময় আয়োজনে সকালে পাশে থাকলে বলে প্রত্যয় ব্যক্ত করেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments