Friday, September 29, 2023
Homeজাতীয়নিউ সুপার মার্কেটে আগুন, অসুস্থ ২২ জনকে নেওয়া হয়েছে ঢামেকে

নিউ সুপার মার্কেটে আগুন, অসুস্থ ২২ জনকে নেওয়া হয়েছে ঢামেকে

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ মোট ২২ জন আহত হয়েছেন।

শনিবার সকালে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আহতরা হলেন- ফায়ার সার্ভিস সদস্য রাসেল (২২), ফায়ার সার্ভিস সদস্য শান্ত (২৪), ফায়ার সার্ভিস সদস্য তৌফিক (২৩), দোকান কর্মী রিফাত (২৩),ফায়ার সার্ভিস সদস্য রাজন (২৫), ফায়ার সার্ভিস সদস্য মিলন (২৬), ফায়ার সার্ভিস সদস্য সজীব (২৫), ফায়ার সার্ভিস সদস্য আরিফুল(২৬), ফায়ার সার্ভিস সদস্য কামরুজ্জামান (২৫), ফায়ার সার্ভিস সদস্য শরিফুল (২৪), দোকান কর্মী বায়জিদ (২৫), দোকান কর্মী হাসান (২০), দোকান কর্মী রিমন (২৮), দোকান কর্মী কামাল হোসেন (৩৩), দোকান কর্মী ফিরোজ আলম (৩০), দোকান মালিক জীবন (৩০), দোকান কর্মী জিসান (১৮), দোকান কর্মী ইয়াসিন (২৪), দোকান কর্মী জীবন (২৫), দোকান কর্মী স্বপন (২৩), বিমান বাহিনীর সদস্য সার্জেন্ট আরাফাত (৩২) ও আনসার সদস্য সবুজ (২০)।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউ সুপার মার্কেট এলাকায় স্থাপন করা ফায়ার সার্ভিসের তথ্য বোর্ডে ১৯ জন আহতের কথা উল্লেখ করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং দোকানের কর্মচারীরা ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। 

আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

এদিকে সকাল ৯টা ১০ মিনিটের দিকে এই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলছেন, আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে। 

সকাল সোয়া ১০টার দিকে করা ব্রিফিং তিনি বলেন, যেহেতু এখানে সব দাহ্য পদার্থ তাই আগুন পুরোপুরি নির্বাপণে আমাদের আরও সময় লাগবে। এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিং এর কাজ চলছে। যে কারণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments