গত বুধবার ১৫ মার্চ সন্ধা ৬টা ৩০ মিনিটের দিকে জামালপুর সদর থানার ৫নং ওয়ার্ডের বোষপাড়া এলাকা থেকে পিতা-মো. মোয়াজ্জেম হোসেনের মেয়ে ও মো. সাজ্জাদ হোসেনের স্ত্রী মোছা. আকলিমা খাতুন (৩১) নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সময় তার পরনে খয়েরি রংয়ের কামিজ, মাথায় পার্পল রঙের হিজাব, খয়েরী রংয়ের পাজামা ও সাদা রঙের জুতা ছিল। তার শারিরীক গঠন কালো ও লম্বা। তার মুখের আকৃতি গোলাকার, উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি, ওজন ৫২ কেজি, পাতলা গলা ও লম্বা ঘাড় বিশিষ্ট। এ ঘটনায় তার ছোট ভাই মো. আমিনুল ইসলাম সুজা (২৫) জামালপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেছেন। জিডি নং-১০২১ (১৬-০৩-২০২৩ইং)। কোনো সহৃদয়বান ব্যক্তি নারীটির সন্ধান পেলে নি¤œ ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হলো-
মো. আমিনুল ইসলাম সুজা
পিতা-মো. মোয়াজ্জেম হোসেন
ঠিকানা- সরকারবাড়ী, জামালপুর সদর, জামালপুর।
মোবাইল : ০১৭৭১৭৫৬৮০৩
ই-মেইল নড়ংং৭২০@মসধরষ.পড়স
বি: দ্র: সঠিক সন্ধানদাতাকে বিশেষ পুরস্কৃত করা হবে।