Tuesday, July 20, 2021
Home খেলাধুলা নিজ মাঠে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো দক্ষিণ আফ্রিকা

নিজ মাঠে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো দক্ষিণ আফ্রিকা

আ.জা. স্পোর্টস:

সফরকারী ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বাঁ-হাতি ব্যাটসম্যান ডেভিড মালানের ব্যাটিং নৈপুন্যে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মত টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ করলো ইংলিশরা। গতরাতে কেপ টাউনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ড ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ফলে তিন ম্যাচের ৩-০ ব্যবধানে জিতেছে ইংলিশরা। প্রথম দুই টি-টুয়েন্টি ম্যাচ যথাক্রমে ৫ ও ৪ উইকেটে জিতেছিলো ইয়োইন মরগানের দল। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের উপরের সারির তিন ব্যাটস্যানকে বড় ইনিংস খেলতে দেননি ইংল্যান্ডের দুই পেসার বেন স্টোকস ও ক্রিস জর্ডান। তেম্বা বাভুমা ৩২ ও রেজা হেনড্রিক্স ১৩ রান করে স্টোকসের শিকার হন। জর্ডানের বলে ১৭ রানে থামেন অধিনায়ক কুইন্টন ডি কক। একপর্যায়ে ৬৪ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সতীর্থরা না পারলেও, এরপর বড় জুটি গড়ার চেষ্টা করে সফল হন সাবেক অধিনায়ক ফাফ ডু-প্লেসিস ও ভ্যান ডার ডুসেন। ব্যাট হাতে মারমুখী মেজাজে ছিলেন ডুসেন। ২৩ বলে টি-টুয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ডুসেন। ডুসেনের সাথে টি-টুয়েন্টি ক্যারিয়ারের ১০ম হাফ-সেঞ্চুরি তুলে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন ডু-প্লেসিসও। চতুর্থ উইকেটে ডু-প্লেসিস-ডুসেনের ৬৪ বলে অবিচ্ছিন্ন ১২৭ রানের সুবাদে ২০ ওভারে ৩ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ডুসেন ৩২ বলে ৫টি করে চার-ছক্কায় অপরাজিত ৭৪ রান করেন। ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৫২ রান করেন ডু-প্লেসিস। ইংল্যান্ডের স্টোকস ২৬ রানে ২ উইকেট নেন। ১৯২ রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ ওভারে ধাক্কা খায় ইংল্যান্ড। ওপেনার জেসন রয় ১৬ রানে বিদায় নেন। এরপর দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর আধিপত্য বিস্তার করেছেন জশ বাটলার ও ডেভিড মালান। ঝড়ো গাতির ব্যাটিং করে ১১ ওভারে ১০৬ রান পেয়ে যায় ইংল্যান্ড। ২৫ বলে নবম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন টি-টুয়েন্টি র‌্যাংকিংএ শীর্ষে থাকা মালান। আর ৩৪ বলে টি-টুয়েন্টি ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরির দেখা পান বাটলার। শেষ পর্যন্ত বাটলার ও মালানের ৮৫ বলে অবিচ্ছিন্ন ১৬৭ রানে ১৪ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। ৩টি চার ও ৫টি ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৬৭ রান করেন বাটলার। সেঞ্চুরির দোড়গোড়ায় পৌছে ৯৯ রানে অপরাজিত থাকেন মালান। তার ৪৭ বলের ইনিংসে ১১টি চার ও ৫টি ছক্কা ছিলো। ম্যাচ ও সিরিজ সেরা হন মালান। আগামী ৪ ডিসেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সবার জন্য ভ্যাকসিনের পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

আ.জা. ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর পুনরায় গুরুত্বারোপ করে পবিত্র ঈদুল আযহায় দেশের...

জামালপুরে করোনা প্রতিরোধে গো-হাটা ইজারাদারদের নিয়ে আলোচনা সভা

এম.এ রফিক: জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার উপজেলা পরিষদে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে গো-হাটা ইজারাদারদের সাথে...

মেলান্দহের ফুলকোচায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন

নিজস্ব সংবাদদাতা: জামালপুর জেলার মেলান্দহ থানার অন্তর্গত ৮নং ফুলকোচা ইউনিয়নের মুন্সি পাড়ায় বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় লক্ষাধিক...

ইসলামপুরে ৫৯হাজার ৫৬৬টি পরিবারে ভিজিএফ বিতরণ

ওসমান হারুনী: জামালপুরের ইসলামপুরে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বন্যা/অন্যান্য দুর্যোগ/দু:স্থ/ীঅতিদরিদ্র ভিক্ষুক পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ইসলামপুর উপজেলার ১২টি...

Recent Comments