পণ্যদ্রব্যের অসহনীয় দাম কমাতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। সেই সঙ্গে পণ্যদ্রব্যের দাম বাড়ায় প্রতিবাদ জানান নেতারা।
শনিবার (১১ জুন) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ সমাবেশ।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকেরে সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, আনিছুর রহমান বিপ্লব, মনজুর কাদের বাবুল খান, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশে গ্যাস তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হুহু করে বাড়ছে। সরকার এতে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। বর্তমান সরকার জনগণের সরকার নয় বলেই সাধারণ জনগণের কথা চিন্তা করে না। অবিলম্বে পণ্যদ্রব্যের দাম কমাতে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে আহ্বান জানান নেতারা।