Thursday, March 23, 2023
Homeজামালপুরনেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ

নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

শনিবার (২৮ মে) দুপুরে শহরের প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান।

এ সময় মিছিলে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমরুজ্জান দর্শন চৌধুরী, সহ-সভাপতি জাকির হোসেন জনি, ইমরান কায়সার, সাইফুল ইসলাম, সজিব হোসেন ডোনা, আমিনুল ইসলাম শাওন, সাদ্দাত হোসেন ছাইদুর, তৌফিকুল ইসলাম সজল, মো. হীরা, মো. রকি তালুকদার, খন্দকার মেহেদী হাসান রাজন, জুয়েল রানা, মাসুদ রানা রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক, শহর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, যুগ্মআহ্বায়ক মো. সৈকত হোসেন, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বোরহান উদ্দিন, সদস্য সচিব রাকিবুল হাসান রাকিবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীরা আহত হয়। ওই হামলার তীব্র নিন্দাসহ দোষীদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments