আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য রাজনীতিতে লোভ লালসার ঊর্ধ্বে একজন মানুষ ছিলেন। যিনি রাজনীতি করে গেছেন, কোনো পদ-পদবির পেছনে যিনি ছোটেননি।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঐক্য নাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের প্রয়াণে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আজীবন একজন সংগ্রামী মানুষ ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। বাংলাদেশের সমস্ত আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ ছিল, নেতৃত্ব ছিল। ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতার সংগ্রাম এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলন তার অংশগ্রহণ ছিল।
তথ্যমন্ত্রী আরও বলেন, একজন রাজনীতিবিদ কেমন হওয়ার প্রয়োজন তার উদাহরণ হচ্ছে পঙ্কজ ভট্টাচার্য। তিনি রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছেন। তিনি যদি লোভ লালসার পেছনে ঘুরতেন তাহলে রাষ্ট্রীয় জীবনে অনেক পদ পদবি নিতে পারতেন।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তিনি (পঙ্কজ ভট্টাচার্য) সারা জীবন গণমানুষের রাজনীতি করেছেন, মেহনতী মানুষ ও দরিদ্র মানুষের কথা বলেছেন। তার মৃত্যুতে আমাদের রাজনৈতিক অঙ্গনের সত্যিকার অর্থে একটা শূন্যতা তৈরি হয়েছে। এটি পূরণ হওয়ার নয়। পঙ্কজ ভট্টাচার্যের রাজনৈতিক জীবন থেকে আজকের প্রজন্মের অনেক কিছু শেখার আছে। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

এদিকে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের প্রয়াণে শ্রদ্ধা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শ্রদ্ধা শেষে তিনি বলেন, ছোটবেলা থেকে রাজনৈতিক মিছিলে যে মানুষগুলো আমাদের সবসময় অনুপ্রাণিত করেছেন, তার মধ্যে পঙ্কজ ভট্টাচার্য একজন। এত উদার মনের এবং দেশের প্রতি এতো নির্ভীক মানুষ আমরা আর পাব না। তিনি ছোট-বড়, সব ধরনের মানুষের নেতা ছিলেন। এরকম দেশপ্রেমিক মানুষ বাংলাদেশ আগামী দিনে আর পাবে কী না আমার সন্দেহ। তার যে কমিটমেন্ট, তার যে দেশের প্রতি দায়িত্ব-কর্তব্য, এটা অনুকরণীয়। তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু তার একটা বিরাট কর্মক্ষেত্র আমাদের মধ্যে রেখে গেছেন। আমরা যদি এগুলো অনুসরণ করি তাহলে অবশ্যই বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক খুঁজে পাবো।
গত রোববার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীল একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পঙ্কজ ভট্টাচার্য।