Sunday, September 20, 2020
Home জাতীয় পদ্মা পার হতে লাগছে দীর্ঘ সময়

পদ্মা পার হতে লাগছে দীর্ঘ সময়

আ.জা. ডেক্স:

পদ্মার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হচ্ছে পরিবহন চালক ও যাত্রীদের। দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় আড়াই কিলোমিটার সড়কে গতকাল বুধবার অপেক্ষমাণ ছিল যাত্রীবাহী বাস। তবে কোরবানির পশুবাহী কোনো ট্রাককে দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে থাকতে হয়নি। ঘাটে ফেরি থাকলে ট্রাকগুলো সরাসরি ফেরিতে উঠেছে। এদিকে পদ্মার তীব্র স্রোত ও ঘাট সংকটে চরমে পৌঁছায় যাত্রী ও চালকদের ভোগান্তি। এ পরিস্থিতিতে গত মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ঘাট পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। সে সময় তার দেয়া নির্দেশে দীর্ঘ চেষ্টায় ঘাট সমস্যা দূর করে গতকাল বুধবার ভোর থেকে দৌলতদিয়া প্রান্তের চারটি ঘাট দিয়েই যানবাহন পারাপার শুরু হয়। পানিতে তলিয়ে যাওয়া ৩ ও ৬ নম্বর ঘাটের সড়কে গতকাল বুধবার পানি ছিল না। দুর্ঘটনা রোধে সড়কের পাশ দিয়ে বালুর বস্তা ও খোয়া ফেলে তা চলাচলের উপযোগী করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, পদ্মার নদীর পানি বৃদ্ধির ফলে দৌলতদিয়া প্রান্তের ৩ ও ৬ নম্বর ঘাটের সড়ক পানিতে তলিয়ে যায়। এ ছাড়া ৪ ও ৫ নম্বর ঘাটের পল্টুনের পকেটে সমস্যা থাকায় গত কয়েকদিন ফেরিতে যানবাহন ও যাত্রী ওঠা-নামায় ব্যাঘাত ঘটছিল। গত বছরের বর্ষায় বিলীন হয়ে যাওয়া ১ ও ২ নম্বর ঘাট এখন পর্যন্ত সচল করতে পারেনি কর্তৃপক্ষ। সব মিলিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে নদী পার হওয়া যাত্রীদের। তবে ঢাকামুখী কোরবানির পশুবাহী ট্রাক পারাপার এবং ঈদে ঘরমুখো যাত্রী, যানবাহান ও ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলগামী যাত্রীদের ভোগান্তি ছাড়া যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ্ রনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি ছাড়া চলাচল নিশ্চিত করতে সব সময় তারা কাজ করছেন। বর্তমানে দৌলতদিয়া প্রান্তের চারটি ঘাটের চারটিই সচল রয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবার কোনো সমস্যা হবে না ঘরমুখো যাত্রীদের। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, বর্তমানে দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি অনেক ভালো। পরিস্থিতি এমন থাকলে ঈদে অতিরিক্ত চাপ সামাল দিতে পারবেন। এখন ঘাটের কোনো সমস্যা নেই, শুধু স্রোতে ফেরি পারাপারে সময় বেশি লাগছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

হেফাজত আমির আহমদ শফী আর নেই

আ.জা. ডেক্স: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০৪ বছর।...

যাত্রীবাহী বাসে দরজা-জানালা বন্ধ করে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

আ.জা. ডেক্স: কুমিল্লায় তিশা প্লাস নামে একটি যাত্রীবাহী বাসে এক যাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঢাকা...

এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ২৪ সেপ্টেম্বর

আ.জা. ডেক্স: করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে ও কীভাবে নেওয়া হবে সে বিষয়ে...

অটিস্টিক কিশোরীর ইচ্ছে পূরণে ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী

আ.জা. ডেক্স: অটিস্টিক এক কিশোরীর ইচ্ছে পূরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার ইচ্ছে...

Recent Comments