Monday, June 5, 2023
Homeখেলাধুলাপদ্মা সেতুর কর্মীদেরও ধন্যবাদ দিলেন তামিম

পদ্মা সেতুর কর্মীদেরও ধন্যবাদ দিলেন তামিম

আজ শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির ইতি টেনে বাংলাদেশে নতুন দিনের সূচনা ঘটিয়েছে এই সেতু। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল একে দেখছেন বড় এক অর্জন হিসেবে। এজন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, সঙ্গে পদ্মা সেতুর কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন তামিম।

আজ যখন পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে, সেই সময়ে তামিম ও তার দল অবস্থান করছে দেশ থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও অবশ্য তারা নিজেদের বঞ্চিত রাখেননি উৎসবে অংশ নেওয়া থেকে। কেক কেটে উদযাপন করেছেন পদ্মা সেতুর উদ্বোধন। এরপর এক ভিডিওবার্তায় তামিম জানিয়েছেন নিজের অনুভূতি।


তামিমের কথা, ‘আমার মনে হয় বাংলাদেশের জন্য বিশাল বড় একটা অর্জন। একটা সময় এমন ছিল যখন আমরা নিশ্চিত ছিলাম না যে পদ্মা সেতু হবে কি হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ওনার নিবেদনের কারণে, ওনার চেষ্টার কারণে আজকে আমরা পদ্মা সেতু পেয়েছি।’

তামিম তার বক্তব্যে ধন্যবাদ জানিয়েছেন এই প্রকল্পের কর্মীদেরও। তিনি বলেন, ‘সাথে এটাও বলব, পদ্মা সেতুর প্রকল্পের সঙ্গে যারাই যুক্ত ছিল, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যারা কর্মী ছিলেন, আপনাদের একটা কথাই বলতে চাই যে আপনারা এমন একটা কাজ করেছেন, যেটা বাঙালি জাতি আজীবন মনে রাখবে। আমার ও বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments