নিজস্ব প্রতিনিধি: সারাদেশের ন্যায় জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা উচ্চ বিদ্যালয়ে ১লা জানুয়ারি রবিবার পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করা হয়। এ বছর পাঠ্যপুস্তক উৎসব দিবসে প্রতিপাদ্য ছিল শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। বই বিতরনে উপস্থিত ছিলেন পাকুল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন, রশিদপুর ইউপি চেয়ারম্যান খন্দকার ফজলুল হক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজাহার উদ্দিন, বীরমুক্তিযোদ্ধাসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।