Thursday, March 23, 2023
Homeআন্তর্জাতিকপারমাণবিক যুদ্ধের বিষয় যে সতর্ক করলেন পুতিন

পারমাণবিক যুদ্ধের বিষয় যে সতর্ক করলেন পুতিন

রমাণবিক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না এবং এ ধরনের কোনো যুদ্ধ কখনো শুরু করা উচিত নয়।

সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেন। খবর রয়টার্সে।

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী দেশগুলোর এক সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেন পুতিন। তিনি বলেন, ‘পারমাণবিক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না। এ ধরনের যুদ্ধ কখনো হওয়া উচিত নয়।’

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মূলত রাশিয়াকে একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তি হিসাবে দেখাতেই এনপিটি সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছে এমন বার্তা দিয়েছে মস্কো। আর এ চিঠির ভাষ্য— রুশ রাজনীতিকদের আগের বক্তব্যগুলোর বিপরীত।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম দিন দেওয়া ভাষণে রাশিয়ার পারমাণবিক সক্ষমতার প্রতি ইঙ্গিত করেছিলেন পুতিন। পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টা তাদের নজিরবিহীন পরিণতির দিকে নিয়ে যাবে। কয়েক দিন পর তিনি রাশিয়ার পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments