নিজস্ব প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া ওরফে জেকে সেলিমকে কারাগারে পাঠিয়েছে জামালপুরের আদালত।
গত সোমবার বিকেলে জামালপুরের আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর খেওয়াঘাট এলাকায় ২০২২ সালের ১১ জুলাই নাদের হোসেনের ছেলে পেরিরচর গ্রামের হয়রত আলীর পরিবারের সঙ্গে মারামারি ও অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় নাদের হোসেনের ছেলে হয়রত আলী বাদী জামালপুরের বকশীগঞ্জে সিআর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলায় দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া ওরফে জেকে সেলিমসহ ২৪ জনকে আসামি করা হয়। পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে সেলিম ছিলেন মামলার ৭ নম্বর আসামি। ওই মামলায় ৩ জানুয়ারি পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে সেলিম জামালপুরের সংশ্লিষ্ট আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে। ফলে আদালতের নির্দেশে ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জেকে সেলিমকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।