Tuesday, March 21, 2023
Homeজাতীয়পালিয়ে থাকা ঘাতক দালালদেরও বিচার হবে, আশায় বুদ্ধিজীবীর সন্তানেরা

পালিয়ে থাকা ঘাতক দালালদেরও বিচার হবে, আশায় বুদ্ধিজীবীর সন্তানেরা

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ১৪ ডিসেম্বর বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ঘাতক দালালদের মধ্যে যারা প্রবাসে পালিয়ে আছেন, তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শহীদ বুদ্ধিজীবীর সন্তানেরা।

বুধবার ভোরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় শহীদ বুদ্ধিজীবীর সন্তানদের সংগঠন প্রজন্ম-৭১। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর তন্ময় ও শহীদুল্লা কায়সারের মেয়ে শমী কায়সার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আসিফ মুনীর তন্ময় বলেন, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ হলেও এখনও অনেক বুদ্ধিজীবীর নাম তালিকাভুক্ত হয়নি। এখনও সেই শহীদ পরিবারের সন্তানেরা তাকিয়ে আছে হয়ত তার বাবা বা স্বজনের নামটি সরকারি তালিকাভুক্ত হবে। যুদ্ধাপরাধীদের মধ্যে এখনো যারা বিদেশে পালিয়ে আছেন বা বুদ্ধিজীবী হত্যার কুশীলব ছিলেন, তাদের বহুজনকে এখনো বিচারের আওতায় আনা যায়নি। আমরা বিশ্বাস করি, যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই ধারাবাহিকতায় পালিয়ে থাকা ঘাতক দালালদেরও বিচার হবে। 

তন্ময় আরও বলেন, আজকে যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চ হয়েছে, তাদের বিচারের কাঠগড়ায় তোলা গেছে, তখন বলব- এ দেশে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ও বহিঃপ্রকাশ ঘটেছে। তরুণ প্রজন্ম সে চেতনাকে ধারণ করেই এগিয়ে যাবে। বাংলাদেশ কখনো হোঁচট খেলেও কখনও থেমে থাকবে না। 

এদিকে মহান মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের পরে বলেন, একাত্তরের সেই রাজাকার, আলবদর, আল শামসদের দল এখনও সক্রিয় রয়েছে। তারা এখনও এ দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঘাতকদের বিচারের যে প্রক্রিয়া শুরু করেছে, সে প্রক্রিয়া অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments