Thursday, September 28, 2023
Homeখেলাধুলাপিএসএল ছাড়লেন সাকিব

পিএসএল ছাড়লেন সাকিব

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়লেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। পারিবারিক কারণে এবারের আসর থেকে বিদায় নিয়েছেন তারকা অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে এই অলরাউন্ডার খেলেছেন মোটে একটি ম্যাচ। সাকিবের বদলি হিসেবে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে দলে টেনেছে পেশোয়ার জালমি।

রোববার আনুষ্ঠানিক বিবৃতিতে সাকিবের পিএসএল ছাড়ার কথা জানিয়েছে পেশোয়ার। তবে সাকিবের দল পেশোয়ার যদি টুর্নামেন্টের প্লে-অফ পর্বে খেলার সুযোগ পায় তবে আবারও সেখানে তাকে দেখা যেতে পারে। 

পেশোয়ারের হয়ে এক ম্যাচ খেলার সুযোগ পেলেও ব্যাট হাতে সাকিব করেছিলেন মোটে ১ রান। যদিও অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। এছাড়া বল হাতে তিন ওভার হাত ঘুরিয়ে দিয়েছিলেন ৩১ রান, পাননি কোনো উইকেটের দেখা। তাই দ্বিতীয় ম্যাচেই তার বদলে রভম্যান পাওয়েলকে খেলিয়েছে বাবর আজমের দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments